‘স্যার ,পারমিশন তো আপনারাই দিছেন’ || jagonews24.com

2021-06-15 2

‘পারমিশন তো আপনারাই দিছেন, এই যে থানার বাঘ মার্কা সিল। আমি একজন প্রতিবন্ধী। আমার রিকশাডা ছাইড়্যা দেন, স্যার।’

সোমবার আনুমানিক দুপুর ১টায় বকশিবাজার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কর্মকর্তার কাছে জব্দ করা ব্যাটারিচালিত রিকশা ফেরত চাইছিল এক তরুণ রিকশাচালক। তার দিকে না তাকিয়ে ট্রাফিক সার্জেন্ট উচ্চকণ্ঠে কনস্টেবলকে ডেকে মোট কয়টি জব্দ করা হয়েছে তা জানতে চান। রিকশাগুলো ড্যাম্পিং স্টেশনে পাঠাতে রেকার ভাড়া করে আনতে কতটাকা লাগবে তাও জানতে চাইলেন...